দুজনের বিরোধের শুরু মেয়র পদে মনোনয়নকে ঘিরে। এরপর ‘টাকার হিসাব’ নিয়ে গত জানুয়ারিতে তাঁদের বিরোধ প্রকাশ্যে আসে। শুরু হয় কথার লড়াই, চলে অনুসারীদের পাল্টাপাল্টি মিছিল-মানববন্ধন। তাঁরা দুজন হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। দুজনের পুরোনো তিক্ততা আবার সামনে এল গতকাল মঙ্গলবার।
শুরুটা হয়েছিল গত জানুয়ারি মাসে। দলের নীতিনির্ধারকদের হস্তক্ষেপে মাঝখানে কয়েক মাস দুজনই চুপ ছিলেন। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আদালত গত রোববার সাঈদ খোকনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পরিবারের আটটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিলে গতকাল রীতিমতো সংবাদ সম্মেলন করে তাপসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন সাঈদ খোকন। দুদকের তৎপরতার পেছনে তাপসের হাত রয়েছে বলেও মনে করছেন তিনি।