বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার সাফাই সাক্ষীর জন্য সোমবার (২৮) জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রোববার (২৭ জুন) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আসামি পক্ষের সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। এ মামলার আসামিরা গাজীপুরের কাশেমপুর কারাগারে বন্দি রয়েছেন। করোনাভাইরাসের কারণে গাজীপুর জেলা লকডাউন থাকায় এদিন আসামিদের আদালতে পাঠায়নি কারা কর্তৃপক্ষ।