সোমবার থেকে ‘সীমিত লকডাউন’, তবে এতদিন কী ছিল?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১৩:১৭

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সোমবার থেকে ‘সীমিত পরিসরে’ এবং আগামী ১ জুলাই থেকে সাতদিন সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এতে প্রশ্ন উঠেছে, সোমবার থেকে যদি সীমিত পরিসরে লকডাউন হয় তবে এতদিন কী ছিল? সর্বশেষ ১৬ জুন জারি করা ‘কঠোর বিধিনিষেধ’ ১৫ জুলাই পর্যন্ত বলবৎ থাকার কথা। তবে কি সোমবার থেকে বুধবার পর্যন্ত এই বিধিনিষেধের চেয়ে ভিন্ন কিছু হবে- এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আগের বিধিনিষেধ জারি আছে, পাশাপাশি ১ জুলাই থেকে ‘সর্বাত্মক লকডাউন’ বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে।


সবশেষ গত ১৬ জুন মধ্যরাত থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত ‘বিধিনিষেধ’-এর প্রজ্ঞাপনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি প্রতিপালন করে খুলে দেওয়া হয়। সেই সঙ্গে কোডিড-১৯ এর উচ্চঝুঁকি সম্পন্ন জেলাগুলোর জেলা প্রশাসকগণ স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে নিজ নিজ অধিক্ষেত্রের সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক লকডাউনসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিন সেটি বলবৎ থাকবে। একইভাবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কীভাবে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে- এই তিনদিনে সেই প্রস্তুতিও নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us