অতিমারি করোনাকালে সবচেয়ে ভীতিকর সংবাদ হলো চিকিৎসকের অকাল মৃত্যু। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সারা পৃথিবীতে এত বড় অদমনীয় ভয়ংকর রোগ আর আসেনি, রোগীর সাথে সাথে চিকিৎসকও এত বেশি সংখ্যায় প্রাণ বিসর্জন দেননি। ধনী দেশের দামী দামী হাপাতালের বাঘা বাঘা চিকিৎসকগণ ঘাবড়ে গিয়েছেন। তবে তুলনামূলকভাবে আমাদের দেশের চিকিৎসকদের মৃত্যু হার ওদের চেয়ে অনেক বেশি।