বগুড়ায় লকডাউন সত্বেও যানবাহন ও মানুষের চলাফেরা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর ফলে বগুড়ায় করোনা পরিস্থিতি প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। জেলার দুটি হাসপাতলে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার মতো এখন কোন বেড ফাঁকা নেই। আইসিইউ, এসডিইউ (হাই ডিপেডেন্সি ইউনিট) কোথাও তিল পরিমান ঠাঁই নেই। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা রোগীদের চাপে শয্যা সংখা ১১৬ থেকে বাড়িয়ে ১৬৪ করা হয়েছে।