গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় আজ বুধবার সকালে অটো-রিকশা, সিএনজির, ব্যাটারিচালিত গাড়ির অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
একাধিক যাত্রীর সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর নবীনগর সড়কে বিভিন্ন এলাকায় সকাল থেকেই অটো-রিকশা, সিএনজির, ব্যাটারীতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। প্রশাসনও নিরব ভূমিকা পালন করছেন বলে যাত্রীদের অভিযোগ রয়েছে।