সিনে পর্দার বাইরে সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাই তো বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করে আলোচনায় থাকতে চান। এ জন্য তাঁকে অনেকে ‘বিতর্কের রানি’ বলেও আখ্যা দেন। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এবার ‘ইন্ডিয়া’ পাল্টে ‘ভারত’ নাম ঘোষণার দাবি প্রকাশ্যে আনলেন কঙ্গনা রনৌত। তাঁর মতে, ইন্ডিয়া ‘দাস নাম’, যেটি ব্রিটিশেরা দিয়েছে। সামাজিক পাতায় একাধিক মন্তব্য করেছেন এ অভিনেত্রী।
বিদ্বেষমূলক মন্তব্য করে টুইটার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার পর কঙ্গনা রনৌত জানিয়েছিলেন, তাঁর কাছে বিকল্পের অভাব নেই। অন্য মাধ্যমে নিজের মত প্রকাশ করবেন। এখন তিনি কু অ্যাপ ব্যবহার করছেন। সেখানে তিনি বলেছেন, তাঁর দেশ যদি পশ্চিমা বিশ্বের ‘সস্তা অনুকরণ’ করে, তবে কখনওই উন্নতির শিখরে পৌঁছাবে না। স্থায়ীভাবে টুইটার অ্যাকাউন্ট বাতিলের পর কঙ্গনা কু প্ল্যাটফর্মে সরব।