আজ ২৩ জুন উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে ঢাকার কে এম দাস লেনে ঐতিহাসিক রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ। কারাগারে বন্দী অবস্থায় দলটির প্রথম যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। এর মাত্র দু’বছর আগে দ্বি-জাতি তত্তে¡র ভিত্তিতে বিভক্ত হয় ভারতীয় উপমহাদেশ। ‘হাত মে বিড়ি মু মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান’ শ্লোগান মুখে ঢাকার রাজপথ দাপিয়ে-কাঁপিয়ে পাকিস্তান আন্দোলনের সামনের সাড়িতে ছিল এদেশের মানুষ। কিন্তু পাকিস্তান যে মুক্তি নয়, বরং পরাধীনতার নামান্তর মাত্র, বাঙালীর সত্ত্বায় এই উপলব্ধি প্রথমবারের মত জাগ্রত করেছিল এই দলটি।