ইরানের সঙ্গে বিশ্বের ছয়টি শক্তিধর দেশের পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের ব্যাপারে যে আশাবাদ তৈরি হয়েছিল, সেখানে নতুন আশংকার ছায়া ফেলেছে ইরানে ক্ষমতার শীর্ষ পদে পরিবর্তন।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী কট্টর রক্ষণশীল বলে পরিচিত এব্রাহিম রাইসি দায়িত্ব নেবেন আরও ছয় সপ্তাহ পর, অগাস্ট মাসে। এব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেইনির বেশ ঘনিষ্ঠ এবং ইরানের সবচেয়ে রক্ষণশীল একজন নেতা হিসেবে পরিচিত।
এব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর এরই মধ্যে কিছুটা স্পষ্ট করে দিয়েছেন এই পরমাণু চুক্তি নিয়ে তার অবস্থান। নির্বাচিত হওয়ার পর সোমবার তার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে আলোচনাকে তিনি স্বাগত জানান, কিন্তু এতে অবশ্যই ইরানের জাতীয় স্বার্থের নিশ্চয়তা থাকতে হবে।