বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত থেকে ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদ করেছেন তার ছোট ভাই কোম্পানীগঞ্জ পৌর মেয়র মির্জা কাদের। এছাও কটূক্তিকারী বিচার দাবি করে জেলা শহরে বিক্ষোভ করেছে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্তরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং বিকেলে নোয়াখালী জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।