এই মহামারির সময়ে আমরা যেমন একদিকে নতুন জীবনের সাথে অভ্যস্ত হয়ে উঠছি, তেমনি অন্যদিকে নানা শঙ্কাও ডালপালা মেলছে। বিশেষ করে আমাদের বাচ্চাদের নিয়ে।
তারা ঠিকমতো বেড়ে উঠছে তো? অনলাইনে কি শিখছে তারা? এসব প্রশ্নের উত্তর নিয়ে এগিয়ে এসেছে টিংটং টিউব।
অনেকটা ইউটিউবের অনুকরণে শুধুমাত্র বাংলা ভাষায় শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে টিংটং টিউবের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন।
কি কি আছে এখানে, শিশুরা যাতে অতিরিক্ত সময় না ব্যয় করে সেটার জন্য কী সমাধান?