মৌলভীবাজারে সেই ভারতীয় নারীর নমুনা সংগ্রহ

মানবজমিন প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০০:০০

মৌলভীবাজারে আটক অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নারীর ৩ দিন পর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গতকাল দুপুরে জেলা কারাগার থেকে একটি বেসরকারি এম্বুলেন্সে করে তাকে করোনা পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান জানান, ১৫ই জুন বিকালে ভারতীয় নারী সমজা বিবি (৩১)কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে কারাগারের ভেতরে হাসপাতালের আইসোলেশনে রাখা হয় তাকে। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, কারাগার থেকে পাঠানো ভারতীয় নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট দুই একদিনের মধ্যে পাওয়া যাবে। উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে সমজা বিবি (৩১) নামের ভারতীয় নারীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ই জুন বিকাল ৩টার দিকে আটক করে। আটকের পর বিজিবি টহল দলের কাছে ওই নারী জানায়, তার স্বামীসহ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অবৈধ প্রবেশ করেছে। পরে ওইদিন রাত ১১টার দিকে তাকে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us