পশ্চিমবঙ্গের রাজ্যপালের দিল্লি সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সন্ধ্যায় দেখা করবেন। ঝটিতি দিল্লি সফরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। দেখা করেছেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রধানের সঙ্গে। দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। তার এই সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে বার বার বিতর্কে জড়িয়েছেন রাজ্যপাল ধনখড়।