ভিডিও স্টোরি: পিচুলগাড়ী গ্রামে ভয়ে কেউ গাছের পাতাও ছেঁড়ে না, ফলও খায় না!

যমুনা টিভি প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১৪:২৭

পিচুলগাড়ী! বগুড়ার শাজাহানপুর উপজেলার এই গ্রামটির নাম এখন কেবল ভূমি সংক্রান্ত দলিল- দস্তাবেজেই পাওয়া যায়। ডাকাতের ভয়ে চল্লিশ বছর আগে প্রায় ৯ একর আয়তনের গ্রামটির বাসিন্দারা, বাড়ি-ঘর ফেলে আবাস গড়েছিলেন আশপাশের অন্য গ্রামে। কয়েক যুগ জনশূন্য থাকায় গ্রামটি ঘিরে আছে নানা অলৌকিক গল্প। বসবাস না করলেও প্রায় দুই কিলোমিটার কাদা-পানির পথ পেরিয়ে অনেকে এখনো জঙ্গলেঘেরা পুরনো মসজিদে শুক্রবার আদায় করেন জুমার নামাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us