শিক্ষার্থীদের করোনা সংক্রমণ এড়াতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় ছুটির মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসতে পারে, না হয় আবারও সময় বাড়তে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কিন্তু তাতে গুরুত্ব দেননি দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই দাখিল মাদরাসার সুপার আব্দুস সালাম। মাসিক ৩০ হাজার টাকা চুক্তিতে মাদরাসার মাঠ ভাড়া দিয়েছেন তিনি।