তুলসি পাতার গুণাগুণ সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। এটি এমন একটি ওষুধি গাছ যা ছোট থেকে বড় প্রায় সব রোগেই ওষুধের কাজ করে। এছাড়াও ত্বকের জন্য অনেক উপকারী তুলসি পাতা। তুলসি পাতার ব্যবহারে ত্বকের অনেক জটিল সমস্যা থেকে সহজেই নিস্তার পাওয়া যায়। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের যত্নে তুলসির পাঁচটি ফেসপ্যাক সম্পর্কে-
চুলকানি প্রতিরোধক: গ্রীষ্মকালে অনেকের ত্বকেই র্যাশ, চুলকানি ও ঘামাচির মতো সমস্যা দেখা দেয়। যারা এসব সমস্যায় ভুগেন তাদের তুলসি পাতার পেস্টের সঙ্গে অল্প একটু লেবুর রস মিশিয়ে চিহ্নিত স্থানে লাগিয়ে রাখলে কার্যকরী উপকার পাওয়া যায়।