বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরপরই তার তিন ঘনিষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা এবং একজন মন্ত্রী বিদেশে অবস্থানের সুযোগ পেয়েছিলেন। ঘাতক চক্রের নাগালের বাইরে ছিলেন তারা। এরা হলেন অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক রেহমান সোবহান, ড. মোশাররফ হোসেন ও ড. কামাল হোসেন।
এরা চার জন পরিচিত হয়েছিলেন বাংলাদেশের গ্যাং অব ফোর। ড. কামাল হোসেন ছিলেন বঙ্গবন্ধুর সরকারের পররাষ্ট্রমন্ত্রী। অপর তিন জন ছিলেন বঙ্গবন্ধুর প্রথম পরিকল্পনা কমিশনের কর্মকর্তা।