বর্তমান প্রচলিত শিক্ষা কতটা সময়োপযোগী?

ইত্তেফাক প্রকাশিত: ১১ জুন ২০২১, ১৫:১৪

প্রচলিত শিক্ষাকাঠামো মানুষের মেধাকে পুরোপুরি বিকশিত করতে পারছে কি? অর্থাত্ যে ছেলেটিকে আমরা শ্রেণিতে প্রথম স্থান দিয়ে থাকি তাকে কি আমরা সাধারণত জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে সে রকম অবদান রাখতে দেখি? জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যারা অবদান রেখে চলে তাদের একাডেমিক জীবন খুব একটা উজ্জ্বল বা উল্লেখযোগ্য হতে দেখা যায় না।


সমাজকে যারা নেতৃত্ব দেয় তারা দেখা যায় ক্লাসে পেছনের সারিতে বসে কিংবা ক্লাসই করে না কিংবা ক্লাস থেকে কোনো এক সময় বহিষ্কৃত হয়েছে। আমরা বলে থাকি যে, এ ছেলে ক্লাসে কোনো দিন কথাই বলত না কিংবা কোনো দিন ঠিকমতো ক্লাস করেনি, আজ সে এত বড় শিল্পপতি কিংবা এত বড় বিজ্ঞানী কিংবা দুনিয়াজোড়া পরিচিত খেলোয়াড়! আসলে তার হওয়ার কথা ছিল খেলোয়াড় কিন্তু আমরা তাকে ডাক্তার বানানোর কথা চিন্তা করে সেভাবে ক্লাস করিয়েছি, ক্লাসে মূল্যায়ন করেছি, যা তার মেধা পরস্ফুিটনের বিরুদ্ধে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us