জাতিসংঘের সাধারণ পরিষদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্র এবং বিশ্ব পরাশক্তির মতামত কিংবা সিদ্ধান্ত অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনা এখন দিন দিনই অনিশ্চিত হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘ সংঘাতময় অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগ ক্রমেই যেন নাগালের বাইরে চলে যাচ্ছে।