আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার : অর্ধেকের বেশি সম্পন্ন

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ০৯ জুন ২০২১, ০৭:১৩

যুক্তরাষ্ট্রের  সামরিক বাহিনীর হিসেব অনুযায়ী তারা আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহারের অর্ধেকেরও বেশি সম্পন্ন করেছে। এই গতিতে সৈন্য প্রত্যাহারের কাজ চললে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্ধারিত সময় সীমা ১১ই সেপ্টম্বরের আগেই সব সৈন্য প্রতাহার সম্পন্ন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম যারা আফগানিস্তানে এই অভিযানের তত্বাবধানে রয়েছে মঙ্গলবার জানায়, “সেন্টকমের হিসেব মত আমরা সামগ্রিক ভাবে এই প্রত্যাহার প্রক্রিয়ার ৫০% ‘র  বেশি সম্পন্ন করেছি। সেন্টকম আরও বলেছে যে তারা প্রায় ৫০০ টি সি-সেভেনটিন বিমান ভর্তি জিনিষপত্র আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে এবং ১৩,০০০ ‘এরও বেশি সাজসরঞ্জাম পরিত্যাগের  জন্য প্রতিরক্ষা লজিটিক্স দপ্তরকে  দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us