ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান ঘটছে কি না, তা জানা যাবে রোববার। নেতানিয়াহুকে হটাতে গঠিত বিরোধী দলগুলোর জোটের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আছে কি না, তার পরীক্ষা হবে ওই দিন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ পার্লামেন্টের স্পিকার ইয়ারিভ লেভিন মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ১৩ জুন রোববার পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে নতুন সরকারের ওপর ভোট ও বিতর্ক অনুষ্ঠিত হবে।