নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রি-পেইড গ্রাহকদের অ্যাকাউন্টে ভুতুড়ে বিলের অভিযোগ উঠেছে। বকেয়া না থাকলেও গ্রাহকদের মিটারে কার্ড প্রবেশ করছে না। ফলে বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, পিডিবির সফটওয়্যারে সমস্যা দেখা দেয়।
এতে প্রি-পেইড গ্রাহকের অ্যাকাউন্টে ২৬ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বকেয় বিল দেখায়। কোনো ধরনের বকেয়া না থাকলেও ভুতুড়ে বিলের কারণে মিটারে কার্ড প্রবেশ করতে পারছেন না গ্রাহকরা। ফলে বিদ্যুৎ ছাড়া বিড়ম্বনায় দিন পার করছেন ভুক্তভোগীরা। বসুরহাট পৌর মার্কেটের ব্যবসায়ী আবু সুফিয়ান অভিযোগ করেন, তার আগের মিটারের বিল পরিশোধ থাকলেও প্রি-পেইড মিটারে টাকা ঢুকছে না।