বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ফলে যে যে সমস্যার সম্মুখীন হতে পারে, সেগুলো মোকাবিলায় সতর্ক রয়েছে সরকার। গত বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় এটি প্রতিফলিত হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এই উদ্দেশ্যে আমরা ইতোমধ্যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োজনীয় কৌশল গ্রহণ করেছি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিস্তারিত অ্যাকশন প্ল্যান প্রস্তুত করেছে।’
অর্থনীতিবিদরা বলেছেন, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার বিষয়টি সরকার কতটা গুরুত্ব দিয়ে দেখছেন, তা চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোগের বিষয়ে মন্ত্রীর বক্তব্য থেকে বোঝা গেছে।