You have reached your daily news limit

Please log in to continue


Elephants Death in Assam: ময়নাতদন্তের রিপোর্ট পেশ হলেও অসমে ১৮টি হাতির ‘বজ্রপাতে’ মৃত্যু ঘিরে কাটেনি সন্দেহ

বন্যপ্রাণপ্রেমী সংগঠনগুলির দাবি মেনে অসমের বামুনি পাহাড়ে এক সঙ্গে মৃত ১৮টি হাতির ময়নাতদন্তের রিপোর্ট পেশ করেছে অসম বন দফতর। তাতে সন্তুষ্ট নন বন্যপ্রাণ বিশেষজ্ঞ এবং বন্যপ্রেমীদের অনেকেই। শনিবার,বিশ্ব পরিবেশ দিবসে ফের বিষয়টি নিয়ে সরব হয়েছেন তাঁরা।বন্যপ্রাণ বিশারদ তথা বলে ‘নেচারস বেকন’ সংগঠনের কর্ণধার সৌম্যদীপ দত্ত শনিবার বলেন, ‘‘প্রাথমিক ভাবে আমরা দেখেছি ময়নাতদন্তের রিপোর্টে কিছু অসঙ্গতি রয়েছে।

বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিকে সোমবার এ বিষয়ে আমরা আমাদের পর্যবেক্ষণ জানাব।’’অসম সরকারের দাবি, গত ১২ মে নগাঁও জেলার বামুনিপাহাড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বজ্রপাতের কারণেই হাতিগুলির মৃত্যু হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন