গাজা শান্ত এখন, তবে এই যুদ্ধবিরতি কদ্দিন থাকবে? কে জানে, কদ্দিন থাকবে? ইসরাইল রাষ্ট্রের ধ্বংসাত্মক নির্দয় ক্ষমতার দম্ভ বিশ্ববাসী—লেবানন, গাজা, সিরিয়ার যুদ্ধগুলোতে দেখেছে। দেখেছে যে ২০০৯, ২০১২, ২০১৪ এবং সর্বশেষ ২০২১ সালের গাজা যুদ্ধে ইসরাইল বাছবিচারহীনভাবে বোমা বর্ষণ করে অসামরিক সংস্থাপন, অসামরিক ইনফ্রাস্ট্রাকচার, বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে এবং সেই সঙ্গে ভেদবুদ্ধিহীনভাবে অসংখ্য অসামরিককে আহত ও নিহত করেছে।
ইসরাইল রাষ্ট্রের সেরিমোনিয়াল আইডিয়া ও আঁতুরাবস্থার সংক্ষিপ্ততম মুখবন্ধ এরকম :পশ্চিম ইউরোপের উপনিবেশবাদীরা তাদের দখলিকৃত প্রাক্তন ভূখণ্ডের সর্বত্র যেসব ইক্সট্রা-অর্ডিনারি বিষফোড়া সৃষ্টি করেছে এবং যা থেকে জন্ম নিয়েছে ও বিকশিত হয়েছে সহিংসতার হটবেড, ‘ইহুদি রাষ্ট্র’ সেগুলোর মধ্যে একটি।