ইসরায়েলের সামরিক ক্ষমতার বৃত্তান্ত

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ জুন ২০২১, ০৮:৩২

ইসরায়েল গত মাসে গাজা উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ করেছে, যেটি গত ১২ বছরে তাদের চতুর্থ আক্রমণ। ইতোমধ্যে ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তাদের কাছে ৭৩৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করার চুক্তিতে অনুমোদন দিয়েছে। ইসরায়েলের ১১ দিনব্যাপী সামরিক অভিযানে অন্তত ২৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৬ জন শিশু।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ শুক্রবার একটি ইনফোগ্রাফিক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসরায়েলের ১৮ বছর ও তার বেশি বয়সী সব নাগরিককে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ নিতে হয় এবং সামরিক বাহিনীর কাজে নিয়োজিত হতে হয়।


স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক ডেটাবেজ অনুযায়ী, ইসরায়েল ২০২০ সালে সামরিক খাতে ২২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। এই খাতে তাদের মাথাপিছু খরচ দুই হাজার ৫০৮ ডলার এবং তারা বাজেটের প্রায় ১২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us