ভারতে পাচার হওয়ার সতের মাস পর আরাফাত (১৭) নামে এক কিশোর দেশে ফিরেছে। শুক্রবার (৪ জুন) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসা কিশোর আরাফাত চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ফারুক আহম্মেদের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় ১৭ মাস আগে আরাফাত ভারতে যায়। এরপর ভারতের মুম্বাইয়ে সে পুলিশের হাতে আটক হয়। আদালতের মাধ্যমে সে দেশের একটি শেল্টার হোমে ছিল। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের চিঠি চালাচালির এক পর্যায়ে শুক্রবার সে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে আসে।