পরিকল্পিত শিল্প এলাকার বাইরে কেউ কল-কারখানা করলে তাতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিল্পাঞ্চল গড়ে তুলুন। আমরা গ্যাসের ব্যবস্থা করে দেব। এখন আর বিদ্যুতের সমস্যা নেই।
আজ শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এনায়েত নগরে পারিবারিক সফরে এসে গালিমখাঁ এলাকায় এক পথসভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বক্তব্য দেন।