অনুমোদনহীন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী মজুত এবং বিক্রির অভিযোগে আট প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে সিলগালা ও ১৭ লাখ টাকার অনুমোদনহীন নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩ জুন) রাজধানীর কেরানীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত র্যাব-১০ এর সমন্বয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।