ওয়ান বেল্ট, ওয়ান রোড (বিআরআই) উদ্যোগের আওতায় আফ্রিকা মহাদেশে ডজনেরও বেশি প্রকল্প বাস্তবায়ন করছে চীন। এগুলোর বেশিরভাগই পরিবেশবিদদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। তাদের দাবি, এগুলোর ফলে বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে।
বুধবার (২ জুন) এসব জানিয়েছে দ্য সিঙ্গাপুর পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, গিনির সিমানদো পার্বত্য অঞ্চলে খনিজ লোহার ওপর বিনিয়োগের পরিকল্পনা করেছে চীন। বিরোধীরা বলছেন, এটি জীবনযাত্রা ধ্বংস করবে। ঘানায় ২০০ কোটি ডলার বিনিয়োগ হচ্ছে বক্সাইটে। চীনের রাষ্ট্রীয় মালিকাধীন সিনোহাইড্রো কর্প এটি করছে। এই প্রকল্পও পরিবেশ ও মানুষের জন্য হুমকিস্বরূপ।