কয়েক দিন ধরেই বৃষ্টি নামছে হঠাৎ করে। তাই খেতে বোরো ধান কাটতে গিয়ে কৃষক আবদুর রহিম (৫৬) শ্রমিকদের তাড়া দেন দ্রুত কাটা শেষ করে বাড়ি নিতে। রহিমের বাড়ি ঠাকুরগাঁও সদরের পূর্ব বেগুনবাড়িতে। তাঁর মতো এই গ্রামের আরও কয়েকজন কৃষক জানিয়েছেন মাড়াইয়ের পর এই ধান বাজারে নিয়েও ভালো দাম পাচ্ছেন।
বেগুনবাড়ি গ্রাম থেকে কৃষকেরা ধান নিয়ে বিক্রি করেন উপজেলার খোঁচাবাড়ি হাট, নেকমরদহ হাট ও লাহিড়ী হাটে। এর মধ্যে লাহিড়ী হাট বসে সপ্তাহের প্রতি সোমবার।