বর্ণাঢ্য জীবন পার করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ষাট বছর পেরিয়ে আজও ভক্তদের কাছে সমান জনপ্রিয় তিনি। তার বায়োপিক ‘সাঞ্জু’ নির্মাণ করা হয়েছে। এই ছবিতে উঠে এসেছে সঞ্জয় দত্তের জীবনের অনেকাংশ।
‘সাঞ্জু’ সিনেমার সূত্রে জানা যায় ৩৫০জন প্রেমিকা ছিল সঞ্জয় দত্তের। কিন্তু তবুও অভিনেতার মা নার্গিস দত্ত একসময় ভেবেছিলেন তার ছেলে সমকামী। এই তথ্য অভিনেতার আত্মজীবনীতে জানালেন ছোট বোন প্রিয়া দত্ত।