ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে নাইরাগঙ্গো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সুপেয় পানির সংকটে পড়েছে পাঁচ লাখ মানুষ। দেশটির গোমা শহরে সুপেয় পানি সরবরাহ করতে না পারলে সেখানে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।