চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার আবার বাড়ছে, সচেতন হয়নি মানুষ

প্রথম আলো প্রকাশিত: ০২ জুন ২০২১, ১৯:৩৭

চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার বেড়েই চলেছে। সংক্রমণের হার বাড়ায় এবং সীমান্তবর্তী জেলা হওয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে এ জেলায় লকডাউন চলছে। করোনার সংক্রমণ প্রতিরোধে প্রশাসন নানা পদক্ষেপ নিলেও মানুষ এখনো সচেতন হয়নি। প্রধান সড়কে না হলেও মানুষ অবাধে পাড়া-মহল্লার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।


মানুষের মধ্যে এমন বেপরোয়া ভাব দেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, মানুষকে ঘরে রাখতে না পারলে লকডাউন কাজ দেবে না। তিনি আরও বলেন, গত মঙ্গলবার রাতে পাওয়া করোনা পরীক্ষার ফলাফলে দেখা যায়, ৩৬৩ জনের মধ্যে ১৯৬ জন আক্রান্ত। শনাক্তের হার ৫৩ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৩৪ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us