বেসরকারি আটটি বিশ্ববিদ্যালয় রাজধানীতে অবৈধ ভবনে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও দুটি বিশ্ববিদ্যালয়ের অবৈধ ক্যাম্পাস রয়েছে ঢাকায়। সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার এ তথ্য জানিয়েছেন।
ঢাকায় অবৈধ ভবনে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হল- ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি।