সাধারণত বৈশাখের মাঝামাঝি থেকে আষাঢ় পর্যন্ত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা হয়ে ওঠে লিচুময়। এ সময় উপজেলাটির ছোট-বড় যে রাস্তা দিয়েই চলবেন, দুই পাশেই চোখে পড়বে টুকটুকে লাল লিচুবাগান। কিন্তু চলতি মৌসুমে ঈশ্বরদীতে সেই চিরচেনা রূপ নেই। জেলার অন্য উপজেলাগুলোতেও একই অবস্থা। কারণ, হঠাৎ খরায় লিচুর মুকুল ও গুটি ঝরে গেছে। এর ওপর সাম্প্রতিক বৃষ্টিতে বোঁটা পচে ঝরে পড়েছে আস্ত লিচু। ফলে এবার লিচুর ফলনে বিপর্যয় ঘটেছে। লিচুচাষিদের ধারণা, উৎপাদন প্রায় ৫০ শতাংশ কম হয়েছে।