মেদবহুল বাচ্চাদের মধ্যে অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএস) দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। মেদবহুলতার সঙ্গে সম্পর্কযুক্ত ওএসএস-এর ক্ষেত্রে অধিক নিদ্রা, উচ্চ রক্তচাপের আশঙ্কা ও হৃদয় সংক্রান্ত নানান সমস্যা দেখা দিতে পারে।রাতে ঘুমানোর সময় স্বামী বা পরিবারের কোনও সদস্যের নাক ডাকার শব্দে ঘুম ছুটেছে অনেকের। পরের দিন সেটিই হয়ে ওঠে সকলের হাসির খোরাক। বড়দের নাক ডাকা অনেকের কাছে যতটা স্বাভাবিক মনে হয়, ততটাই অস্বাভাবিক ঠেকে কোনও বাচ্চার নাক ডাকা। তবে বাচ্চাদের মধ্যেও নাক ডাকার প্রবণতা লক্ষ্য করা যায়।
এর পিছনে নানান শারীরিক কারণ বর্তমান। যেমন- ক্লান্তি বা সাধারণ সর্দি হলে বাচ্চারা নাক ডেকে থাকে। কিছু দিনে এটি নিজে নিজেই ঠিকও হয়ে যায়। তবে কোনও বাচ্চা যদি সপ্তাহে ৩-৪ দিন ধরে লাগাতার এবং অনেকক্ষণ ধরে জোরে জোরে নাক ডাকে, তা হলে তা চিন্তার কারণ হতে পারে। বাচ্চাদের নাক ডাকার পিছনে একাধিক কারণ থাকতে পারে—