একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন শুরু হয়েছে। বুধবার (০২ জুন) বিকেল পাঁচটায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অধিবেশনের শুরুতে ত্রয়োদশ অধিবেশন পরিচালনার জন্য প্যানেল সভাপতি মনোনীত করেন স্পিকার।
কার্যপ্রণালী বিধির ১২(১) বিধি অনুযায়ী এবার বাজেট অধিবেশনে প্যানেল সভাপতি হিসেবে মনোনীত করা হয় নওগাঁ- ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, বেগম রোমানা আলীকে।