কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ তো চলছিলই। এ বার ইয়াস-দুর্যোগ নিয়ে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক ঘিরে নতুন ভাবে তীব্র সংঘাত শুরু হলো রাজ্যপালের সঙ্গে রাজ্যের শাসক দলের।
এই সংঘাতের সূত্রপাত সোমবার রাতে রাজ্যপালের একটি টুইট ঘিরে। কলাইকুণ্ডায় বৈঠকের আগের রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন বলে রাজ্যপাল টুইট করায় প্রবল ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। প্রশাসনিক পদে থাকা দুই শীর্ষ ব্যক্তির মধ্যে কী কথোপকথন হচ্ছে, তা প্রকাশ্যে নিয়ে আসা সম্পূর্ণ অসৌজন্য ও শিষ্টাচার বিরোধী বলে তৃণমূল মনে করছে।