রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ‘প্রায় তিন মাস ধরে’ সব এসি বিকল রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসা নিতে আসা লোকজনের অভিযোগ, শুধু এসি নয়, ইলেকক্ট্রিক ফ্যানও চলে না। এতে তীব্র গরমে যন্ত্রণা সহ্য করতে পারছে না অনেক রোগী।
চিকিৎসকরাও বলছেন, গরমে আগুনে পোড়া রোগীদের কক্ষে এসি চালু রাখা খুবই জরুরি। দিনাজপুর ঘোড়াঘাট থেকে অগ্নিদগ্ধ এক বছরের শিশু জাকারিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। তার সাথে আছেন মা রহিমা বেগম। এসি নষ্ট থাকায় হাত পাখা দিয়েই কোলের শিশুকে বাতাস করছেন তিনি।