কর্মসংস্থানের পূর্বশর্ত কিন্তু সবার জন্য টিকার ব্যবস্থা করা। টিকার ব্যবস্থা করতে পারলে কর্মসংস্থানের পরিবেশটা আরও নিরাপদ হবে। তখন এমনিতেই বিনিয়োগ আসা শুরু হবে। বিশ্ববাজারে এখন ইতিবাচক দিক দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি উন্নতির দিকে। ইউরোপও মন্দা থেকে বেরিয়ে আসছে। ফলে রপ্তানি বাজারে চাহিদার যে সমস্যা ছিল, সেটা আগামী দিনে কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।