মনে আছে নিশ্চয়ই গত বছর করোনা শনাক্তের একেবারে শুরুর দিকের এক ঘটনা। যশোরে কয়েকজন বৃদ্ধকে কানে ধরিয়ে সে ছবি অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেছিলেন এক ম্যাজিষ্ট্রেট। বৃদ্ধদের বিরুদ্ধে অভিযোগ ছিল করোনার থাবা থেকে বাঁচতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে তারা মাস্ক পরে ছিলেন না। সারাদেশে আলোড়ন জাগায় সে ঘটনা।