‘আগামীকাল সকালে মহারাজপুর ইউনিয়নের পবনা এলাকার ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হবে। আপনারা সবাই ভোরে সেখানে চলে আসুন। মানুষের বিপদে পাশে দাঁড়ান।’ গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে এভাবেই মাইকিং করা হয়েছিল কয়রা উপজেলা সদর ও মহারাজপুর ইউনিয়নে। ক্ষণিকের এই মাইকিংয়েই সাড়া দিয়ে আজ শুক্রবার ভোর থেকেই হাজার হাজার মানুষ জড়ো হন ভাঙা ওই বাঁধের স্থানে। ততক্ষণে ভাটার টান ধরেছে শাকবাড়িয়া নদীতে।