ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারের আটটি মার্কেটের ১ হাজার ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০৪টিই ভ্যাট দেয় না। ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের জরিপে এমন তথ্য উঠে এসেছে। শতকরা হিসেবে ভ্যাট না দেয়া এই প্রতিষ্ঠানের সংখ্যা ৮৮ শতাংশ। ভ্যাট গোয়েন্দার তিনটি দল জরিপ করে এ তথ্য পেয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান।