খুব কাছাকাছি সময়ে তিনটি উৎসব-আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (২০২১), স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্তি (২০২০) এবং গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি (২০২১)।
অল্পদিনের ব্যবধানে তিনটি উৎসবই গর্বিত জাতি পরম শ্রদ্ধাভরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং মহা ধুমধামের সঙ্গে বছরব্যাপী উদযাপনের যখন প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বৈশ্বিক মহামারি করোনা সারা দুনিয়ার মতো আমাদের ওপরও হামলে পড়ে। ফলে সবকিছুর হিসাব-নিকাশ এলোমেলো হয়ে যায়।