মেসি-রোনালদোর আধিপত্য ভেঙে বর্ষসেরা পুরস্কার জেতার পরের মৌসুমটায় লুকা মদ্রিচ ছিলেন নিষ্প্রভ। অনেকেই দেখতে শুরু করেছিলেন তার শেষ। তবে হাল ছাড়েননি তিনি। কঠিন মৌসুমে ব্যস্ত সূচিতে অনেকেই যেখানে খুব ভুগেছেন সেখানে আলো ছড়িয়েছেন মদ্রিচ, রাজত্ব করেছেন মাঝমাঠে। এর পুরস্কার হিসেবেই রিয়ালের মৌসুম সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।