ইয়াস পেরিয়ে গেলেও দুর্যোগ এখনও কাটেনি। আজ, বৃহস্পতিবার ভরা কোটালের ফলে এখনও রয়ে যাচ্ছে বিপদের আশঙ্কা। তাই কলকাতায়, বিশেষ করে আদিগঙ্গার পাড়ের যে সব নিচু এলাকায় বস্তি, ফুটপাথ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়স্থলে তুলে আনা হয়েছিল, তাঁদের সেখানেই থেকে যাওয়ার অনুরোধ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইয়াসের ভয় কেটে গিয়েছে ধরে নিয়ে সেই ঘরছাড়ারা অনেকেই আর থাকতে চাইছেন না নিজেদের ঘরের বাইরে। তাই বুধবার বিকেলেই অনেকে আশ্রয়স্থল থেকে নিজেদের বাড়িতে চলে গিয়েছেন। স্থানীয় ওয়ার্ড বা বরো কো-অর্ডিনেটররা তাঁদের বুঝিয়ে-সুঝিয়েও রাখতে পারছেন না।