প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে পটুয়াখালীর শত শত গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৭ থেকে ৮ ফুট উচ্চতার পানি ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে প্রবেশ করে ভাসিয়ে নিয়ে গেছে কয়েকশ মাছের ঘের, ডুবিয়ে দিয়েছে শত শত পুকুর ও ঘরবাড়ি। প্লাবিত করেছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট ও ক্ষেতের ফসল।