বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরের ফুলগাছ খাওয়ার অপরাধে ছাগল মালিকের দুই হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন। জরিমানার টাকা পরিশোধ না করায় ছাগলটি ভিন্নস্থানে জিম্মায় রাখা হয়েছে বলে দাবী করা হয়েছে।
ছাগলের মালিক সাহারা বেগম সাংবাদিকদের জানায়, আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরের ডাকবাংলো সংলগ্ন বসবাসরত জিল্লুর রহমানের স্ত্রী সাহারা খাতুন তার সংসার চালাতে মুরগী ও ছাগল পালন করে। ছাগলটি গত ১৭ মে দিনের বেলায় উপজেলা পরিষদ চত্বরে ঢুকে ফুলগাছের পাতা খায় ও নষ্ট করে। এ সময় নির্দেশ পেয়ে ওই ছাগলটি উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা কর্মী আটক করে রাখে।