শ্রীলঙ্কার বন্দরনগরী কলম্বোর একটি পার্কের বাইরে এক চীনা প্রকল্পের সাইনবোর্ড রয়েছে। বোর্ডে সিংহলি, ইংরেজি ও চীনা ভাষায় সেন্ট্রাল পার্ক শব্দটি লেখা থাকলেও শ্রীলঙ্কার দ্বিতীয় অফিশিয়াল ভাষা তামিলে লেখা হয়নি। তামিলকে সাইনবোর্ড থেকে বাদ দেওয়া নিয়ে দেশের বেশ কয়েকজন নামী তামিলিয়ান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি তারা সাইনবোর্ডে চীনা ভাষার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।